সম্মানিত প্রেমিক/ প্রেমিকা! পৃথিবীর সকল ভালবাসা ভক্তদের জন্য প্রাক্তন কে নিয়ে কিছু কথা (Prakton ke niye kichu kotha), প্রাক্তনকে নিয়ে উক্তি এবং হৃদয় কাঁপানো প্রিয় মানুষের জন্য কষ্টের বাণী ও কবিতার সম্ভারে এই আর্টিকেলের আয়োজন।
প্রাক্তন নিয়ে উক্তি
আমার অভাবটা অভাবই থাক, আমি জানার জন্য ভালোবাসিনি। তাকে সারাজিবণের জন্য ভালোবেসেছিলাম।
ওই যে কোথায় থাকে না যে মানুষের জীবনে এমন কিছু ইচ্ছা থাকে, যেটা কখনোই পূরণ হয় না। আপনি আমার সেই ইচ্ছাটাই।
তোমার যদি মনে হয় তুমি আবারও ফিরে আসবে, আর আমিও তোমাকে পুনরায় গ্রহণ করবো। তাহলে সঠিক টাই বুঝেছ, প্লিজ ফিরে আসো…।
জানো? যারা রাগ করে ছেড়ে চলে যায়, তারা কখনো না কখনো ফিরে আসে। কিন্তু যারা হাসতে হাসতে চলে যায়, তারা কখনো ফিরে আসে না।
অপেক্ষা কাকে বলে আমাকে শিখাতে চাচ্ছ? হা হা হা! আমি তো তার একটা আওয়াজ শোনার জন্য আজ পর্যন্ত আমার নাম্বারটাও বদলায়নি।
আমি জানি, তোমার আমার মাঝে সবকিছুই শেষ। কিন্তু আমাদের স্মৃতিগুলোকে অন্য কারো কাছে গল্পের মত পরিণত করো না।
তুমি হয়তো বহুদূর! তবু তোমার কথার সুর, দেখো বাজছে। আমার বেসুরো জীবনে… ভুলতে পারিনি তুমায়।
আমি আমার প্রাক্তন কে কখনো ক্ষমা করবো না (কষ্টের অভিমান)
জৈনিক প্রেমিক পুরুষের অভিমান থেকে তিনি বলেছেনঃ আমি আমার প্রাক্তন কে কখনোই ক্ষমা করব না। পৃথিবীর সকল প্রেমিক পুরুষ যদি পৃথিবীর সকল প্রেমিকা নারীকে ক্ষমা করে দেয়, এবং যদি এরকম কোন নাম উঠে যে এই মানুষটা তার প্রাক্তন প্রেমিকাকে ক্ষমা করেনি এবং সেটা যদি আমি নিজেই হই। তবুও আমি আমার প্রাক্তন কে কখনোই ক্ষমা করতাম না।
এমনকি কেউ যদি আমার বুকে গুলি করে, বুকে গুলি বিদ্রো হওয়া অবস্থায় আমি আমার প্রাক্তন কে কখনোই ক্ষমা করব না। তো ক্ষমা করবো কিভাবে তাকে ক্ষমা করার মত কোন অপশনই আমি দেখি না। কোন অর্থই খুঁজে পাই না। আমার দুঃখ হয় আমি এমন একটা মানুষকে ভালোবেসে ছিলাম, যে কিনা আমার চাইতে বেটার কাউকে পেয়ে আমার চেয়ে উত্তম ধন সম্পদশালী এবং বিলাসবহুল মানুষকে পেয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে।
তাহলে এমন ধরনের স্বার্থপর মানুষকে ক্ষমা করার আমি কোন মানে খুঁজে পাই না। আরে ভাই আমি তো তাকে ছাড়া ভালো নাই, এখন আমি ল্যাম্পপোস্টের নিচে বসে প্রায় কান্না করি। কিন্তু সে তো খুবই দিব্যি ভালো আছে অন্য আরেকটি মানুষের সাথে, আরেকজনের বুকে।
প্রাক্তন কে নিয়ে কিছু কথা
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একটা মানুষের জন্য আমি আমার অনেক চাওয়া ইচ্ছা এবং সুখকে ত্যাগ করলাম। তাকে নিজের করে পাবার জন্য বন্ধুবান্ধবের আড্ডা থেকে বেরিয়ে গিয়ে তার সাথে সময় কাটালাম। আমার ক্যারিয়ারের দিকে না তাকিয়ে শুধুমাত্র তার কথাই ভাবতে থাকলাম। আর সে মানুষটাই একটা সময় এসে ঠিক আমার চাইতে ভালো কাউকে পেয়ে, আমার চেয়ে প্রভাব-প্রতি ব্যক্তি এবং অর্থ-সম্পদে বেশি আছে এমন কোন ব্যক্তিকে পেয়ে তার হাত ধরে চলে যায়। সেরকম বেইমান মানুষটাকে আমি না ক্ষমা করার কোন মানেই খুঁজে পাই না।
আরে ভাই, আমি তো ভালো নাই। প্রতি ভোরে পাখিরা কুচকাওয়াজ করে বেড়ায় সন্ধ্যায় তার বাসায় ফিরে। কিন্তু সে তো আর কখনো আমার বুকে ফেরেনি, আমিতো এখনো তার জন্য অপেক্ষা করি। কিন্তু সে তো আমার জন্য অপেক্ষার দিক চায়ের হয়নি, সে তো আর কখনো আসেনি। তাহলে সেরকম একটা বেইমান মানুষকে কেন আমি ক্ষমা করব। কোন প্রশ্নই ওঠে না।
একটা প্রশ্নের উত্তর আমি কিছুতেই খুঁজে পাই না যে, যদি আমার চেয়ে উত্তম কাউকে পেয়ে চলে যাওয়ার জন্যই আমাকে ভালোবেসে ছিলে। তাহলে শুধু শুধু এতদিন এতগুলো সময় কেন নষ্ট করলে? আগে থেকেই আমার চাইতে অন্য কাউকে যদি উত্তম পেতে তার কাছে চলে যেতে, আমাকে ভালো না বাসতে। কেন আমাকে কষ্টের সাগরে ডুবিয়ে রাখলে। আমি যে তোমাকে কখনোই ক্ষমা করবো না, না না এটা কখনোই হইতে পারে না।
অনেকেই হয়তো আমার কথার সাথে দ্বিমত পোষণ করতে পারে। তাদের ধারণা এরকম যে না প্রাক্তন কে ক্ষমা করে দেওয়াটাই ভালো। অবশ্য আমিও জানি ক্ষমা করা একটা উদারতার গুণ বৈশিষ্ট্য। কিন্তু পৃথিবীর সকল স্বার্থপর মানুষকে যদি আমরা ক্ষমা করতে থাকি, তাহলে এই স্বার্থপরতা দুনিয়া থেকে কখনোই যাবে না। সুতরাং এ ধরনের মানুষগুলোকে না কখনো ক্ষমা করার প্রশ্নই উঠে না।
আমি তো তাকে চেয়েছি, এবং সেও আমাকে চেয়েছিল। আর এভাবেই তো একটা সময় আমাদের ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল, ঠিক তাই না। তাহলে মাঝপথে এসে আমার চাইতে ভালো কাউকে পেয়ে সে যখন চলেই যেতে পারলো, স্বার্থপরতার দুনিয়াতে সে যখন নিজেকে আমার কাছ থেকে গুটিয়ে নিতে পারল। তাহলে আমি কেন তাকে ক্ষমা করব!
প্রাক্তনকে নিয়ে কিছু কথা
বর্তমানে আমার জীবন যাপনের কোন রুলস এবং কন্ডিশন নাই, আমি ঠিকমতো খাই না। ঠিকমতো ঘুমাই না, বন্ধুদের সঙ্গে আর আগের মতো করে আড্ডা দেই না। আমার মন মস্তিষ্ক আগের মতো করে আর সুস্থ এবং ঠিক নাই। আমি আসলে সত্যিই পাগলের মত চলাফেরা করি। যেই মানুষটার জন্য আমার এত অবনতি হল, যে মানুষটা সুখের স্বপ্ন দেখিয়ে আমাকে দুঃখের কষ্টের সাগরে ডুবিয়ে দিল। সেই মানুষটাকে আমি কেন ক্ষমা করব? কোন প্রশ্নই আসে না।
এমন একটা মানুষকে যদি আমি ক্ষমা করে দেই, তাহলে প্রাক্তন কে ক্ষমা করা মানে হলো আমি আমার নিজের প্রতি অত্যাচার করলাম। না, সেটা তো আর হতে দেব না। হতে পারেও না।
আরেকটা কথা, যেটা আসলে বলা ঠিক হবে কিনা জানিনা। কিন্তু বাস্তবতা তো বলতেই হয়ঃ এমন হয়েছে একটা ছেলে কোন একটা মেয়েকে ভালোবাসার পর যখন, মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। অর্থাৎ প্রাক্তন হয়ে যায়। তখন সে ছেলেটি জিদের বসে আরও একাধিক মেয়ের জীবন নষ্ট করে ফেলে। অথবা যখন একটি ছেলে কোন মেয়ের সাথে প্রতারণা করে তাকে ছেড়ে চলে যায়, অর্থাৎ প্রাক্তন প্রেমিক হয়ে যায়।তখন সেই মেয়েটিও জিদের বসে একাধিক ছেলের জীবন নষ্ট করে দেয়। যাক গে সেদিকটা আর নাই বললাম। তবে একটাই কথা আমি আমার প্রাক্তন কে কখনোই ক্ষমা করব না। আমার জীবনের কঠিন সময়েও নাহ।
প্রাক্তন কে নিয়ে আবেগি কষ্টের কথা

Ex… বা প্রাক্তন! কিছু কিছু মানুষের কাছে এখানেই শব্দ টা ভালোবাসার। যে মানুষটা লোকের সামনে তার প্রাক্তন কে গালাগালি করে, সেই মানুষটাকে আড়ালে গিয়ে জিজ্ঞেস করুন। তারপর জানতে পারবেন; প্রাক্তন কি ঘৃণা করতে গিয়ে তার বুকটা তখন কেঁপে উঠেছিল। প্রাক্তন আমারও ছিল, তবে সম্মান করি। কারণ দুজনেই চেয়েছিলাম সারা জীবন একসাথে থাকতে। একই পথে চলতে, হাতে হাত রেখে প্রতিটি মুহূর্ত পার করতে। তারপরও পাওয়া হয়নি, সে আজ আমার প্রাক্তন হয়ে গেল। শত বাধা দিয়েও তাকে আর ফেরাতে পারেনি।
তারই বা দোষ দিয়ে কি লাভ বলুন, কারন হয়তোবা উপরওয়ালাই ঠিক করেছিল যে তার শরীর আমার পাঁজরের হাড্ডি থেকে তৈরি করা হয়নি। সৃষ্টিকর্তা আমার জন্য তাকে সৃষ্টি করেননি। প্রাক্তন কে ভুলিয়ে দেওয়ার জন্য বর্তমানে যার আগমন হয়েছে আমার হৃদয় পাজরে, তাকে আর আমার মত করে এখনো পাওয়া হয়নি। আমি কেন পৃথিবীর কেউ চায় না যে প্রাক্তন শব্দটা তার জীবনের সঙ্গে জড়িয়ে যাক। কিন্তু ভাগ্যের খেলা তো আর দ্বিখন্ডন করা যায় না।
প্রাক্তন প্রিয় মানুষের জন্য কিছু কথা
সব সময় চেয়েছিলাম পৃথিবীর সকল মানুষের সঙ্গে যুদ্ধ করে হলেও, তোমাকে আমার করে নিব। সারা জীবন আমার বুকে তোমাকে ঠাই দিয়ে রাখব। কিন্তু সেটাই আর হলো না, কারণ যে মানুষটার জন্য আমি সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিলাম! সেই মানুষটাই আর আমার পাশে নেই, অন্যান্য সবার মত আমার কঠিন সময়ে সেও আমাকে ছেড়ে চলে গেছে। তাই এক রকমের বাধ্য হয়েই সকল যুদ্ধ সেখানেই শেষ করতে হয়েছে। অবশ্য বলতে পারি বাধ্য হয়ে হেরে গেছি। যখন দেখেছি আমার প্রিয় মানুষটি আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন সাহস হচ্ছিল না যে নিজের হৃদয়কে কিভাবে বিচ্ছিন্ন করে ফেলব। তাই সকলের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলেছি।
কলিজায় লাগার মত প্রাক্তন কে নিয়ে কবিতা ও শেষ কথা
প্রাক্তন মানুষটাকে নিয়ে যদি আমি কিছু বলতে চাই; তাহলে একটি কথাই বলবো।
তোমার মত আছি তুমি অন্যের ঘরে।
হায়রে কারে তুমি করলা আপন আমায় পর করে?
আজ তোমার মনের এক কোনায় কার আনাগোনা;
দিনরাত কার সাথে হয় তোমার মনের লেনা দেনা?
সুখে থাকো ভালো থেকো করি শুধু প্রার্থনা;
অন্য হাত ধরে অন্য পথে থেকো করি এই আরাধনা।
আমি তোমার বিনয় মানুষ, ঘৃণায় দিও ঠাই।
আসলে তোমায় নিয়ে আর কিছু বলার নাই।
মুহূর্ত কিংবা সময় কেটে যায় তোমার কার ভাবনায়-
বলতে গিয়েও অনেক কথাই তোমাকে নিয়ে বলা হবে না।
চলে যাক দিন মাস কিংবা বছর, এক যোগও বা কেটে যায়-
তোমার নিয়ে শত অভিমান, স্মৃতিগুলো আর শেষ হবেনা।
দিনশেষে বলতে চাই তুমি ভালো থেকো,
তাকে ভালো রেখো।
যার সাথে ঘর বেধেছ আমাকে ছেড়ে,
আমার হৃদয় থেকে যে তোমাকে নিয়েছে কেড়ে।
তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমার এই হৃদয়টা পঁচে গিয়ে, গেছে মরে।
চিন্তা করোনা আমি ভালো আছি, তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা।
হয়তোবা তোমাকে ভুলে যাবো জীবনের শেষ পৃষ্ঠায়।
পরিশেষে,
অবশেষে প্রাক্তনকে নিয়ে কিছু কথা (Prakton ke niye kichu kotha) বলবোঃ যেখানেই থাকো, যেভাবেই থাকো। সবসময় ভালো থেকো, সুখে থেকো অন্য কারো সাথে। অন্য কারো হাত ধরে একই পথে চলতে থেকো। তোমার প্রতি আমার আর কোন অভিমান নাই।