সেরা ৫টি প্রেম করার টিপস – যেকোন মেয়েকে পটাবো কিভাবে? (Prem korar tips)
প্রিয় বন্ধু! আপনি যদিকালকে পছন্দ করে থাকেন এবং ভাবছেন যে তাকে কিভাবে প্রপোজ করবেন। তাহলে প্রেম করার টিপস নিয়ে আজকের এই আর্টিকেলের আয়োজন শুধুমাত্র আপনার জন্যই। এখানে আমি এমন পাঁচটি প্রেম করার টিপস আপনাকে দিব, যেগুলো জানলে আপনার যাকে পছন্দ হবে তার সাথেই রিলেশন করতে পারবেন।
আচ্ছা এমনটা হলে কেমন হয়? যদি, যাকে আপনার পছন্দ হবে তার সাথেই আপনি রিলেশন করতে পারেন। এবং খুব সহজেই তাকে পটাতে পারেন! তাহলে তো মনে হয় বেশ ভালই হয় তাই না? ভাবতেছেন এটা কি সম্ভব? আমি তো বলব হ্যাঁ সম্ভব!
আপনার ছেলে ফোন বা মেয়ে হন এমন পাঁচটি বিষয়ে আছে যেগুলো আপনি জানলে এবং ফলো করলে ৯৫% ক্ষেত্রেই এটা সম্ভব।
সহজে প্রেম করার টিপস
তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই আয়োজন, যার কারনে লেখাটা একটু বড় হবে তো সময় নষ্ট না করে চলুন পয়েন্টে যাওয়া যাক।
প্রেম করার টিপস নাম্বার ১ঃ
আপনি মনে করেন কেউ সিঙ্গেল আছে তার মানে সিট তো খালি আছে। শুধুমাত্র আপনি গিয়ে তাকে প্রপোজ করলেই হয়ে গেল। শুধুমাত্র এই ভুল ভাবনাটির জন্যই আপনি তাকে রিজেকশন পেয়ে যাবেন। কারণ আপনি জানেন না যে আপনার প্রতিদ্বন্দী কেউ না কেউ হয়তো।বা আপনার চাইতে আরো বেশ উপকারিতা দেখে কেউ তাকে প্রপোজ করেছে।
কি বুঝলেন না, আরে মামা যে মেয়েটি রিলেশন করে না, তারও কিন্তু এমন কোন ছেলে ফ্রেন্ড বা বান্ধবী অবশ্যই আছে। যার সাথে সে বয়ফ্রেন্ডের মতই সুখ-দুঃখের আলাপ করে থাকে। বয়ফ্রেন্ডের মতোই নিয়মিত তার সাথে কথা বলে। মজা করে তার সাথে দুষ্টুমি করে, এমনকি মনের সুখ দুঃখের কথাগুলো তার সঙ্গে শেয়ার করে।
বলতে পারেন তার মনের সকল ফিলিংস এবং গোপন কথাগুলো অনেক সময় তার সাথে সে শেয়ার করে নেয়। যদিও তাদের মাঝে হয়তো ভালোবাসা প্রেম টেম বালা রিলেশন নাই। বাট সে মানুষটি যেহেতু বয়ফ্রেন্ডের জায়গাটা দখল করে আছে, সুতরাং এই ব্যক্তিটি কিন্তু কোন না কোন এঙ্গেলে আপনার প্রতিদ্বন্দী হতে পারে।
তা আপনি যাকে পটাতে চান না কেন, প্রথমেই ভেবে নিতে হবে আপনার পছন্দের মানুষটির জন্য অলরেডি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।আর এই ভাবনাটা মাথায় রেখে সেভাবেই মাঠে নামতে হবে, অর্থাৎ আপনার পছন্দের মানুষটিকে প্রপোজ করতে হবে।
তাহলেই তো ইলেকশনে সিলেক্ট হয়ে যাবেন, অর্থাৎ সেই মেয়েটির মনকে আপনি জয় করতে পারবেন।
অপরিচিত মেয়ের সাথে প্রেম করার উপায়
প্রেম করার টিপস নাম্বার ২ঃ
আপনার মনোভাব যদি এমন হয় যে, কাউকে আপনার পছন্দ হলো। আর আপনিও তাকে ঠিক সোজাসাপ্টা ভাবে প্রপোজ করে দিলেন। রাজি হলে হলো, না হলে তো কিচ্ছা খতম। অন্য কারো পিছনে লেগে পড়বেন! সে ক্ষেত্রে সেটা ভিন্ন কথা।
কিন্তু প্রসঙ্গ যখন এরকম হয়, অর্থাৎ আপনি যাকে পটাতে চান এবং তাকেই যেন পটাতে পারেন। তার সাথেই যেন রিলেশন করতে পারেন। তাহলে সেক্ষেত্রে প্রেম করার সেরা কৌশল হলো-
কারো সাথে পরিচিত হওয়া থেকে শুরু করে কাউকে প্রপোজ করার আগে পর্যন্ত একদম তাড়াহুড়ো করা যাবে না। কারণ, আপনি তাকে প্রপোজ করার ক্ষেত্রে যত বেশি তাড়াহুড়া করে খেলতে যাবেন। আপনার পারফরমেন্স ততই খারাপ হবে।
সেই সাথে আপনি সেই মেয়েটির দিকে প্রেম করার ছক্কা মারতে পারবেন না। অর্থাৎ আপনার বোল্ড আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি আপনি প্রপোজ করলে রাজি না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
তাই আমার পক্ষ থেকে আপনার জন্য প্রেম করার টিপস হল, আপনি যে মানুষটিকে ভালবাসতে চান। তার সাথে আগে খুব ভালো একটা সম্পর্ক গড়ে তুলুন, তারপর তাকে প্রপোজ করুন। তাহলে দেখবেন সে মানুষটি আপনার প্রপোজ সহজে রিজেক্ট করতে পারবে না।
যার ফলে আপনার প্রপোজ একসেপ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এবং পাশাপাশি আপনি আপনার ভালবাসার মানুষটিকে নিজের মতো করে পাবেন।
প্রেম করার সহজ উপায়
প্রেম করার টিপস নাম্বার ৩ঃ
গার্লফ্রেন্ড আছে এমন দশজন ছেলের সাথে কথা বলে দেখুন আগে। দেখবেন ১০ জনের মধ্যে পাঁচ ছয় জনের কাহিনী ঠিক এরকমটাই হয়ে থাকে যে, তার গার্লফ্রেন্ড তার প্রথম প্রপোজ রিজেক্ট করেছিল। বা একাধিকবার প্রপোজ করার পরেও সে প্রথমদিকে রাজি হতে চাচ্ছিল না। অথচ দেখুন আজ সেই মেয়েটি তার গার্লফ্রেন্ড।
সুতরাং শুধুমাত্র মেয়ে দিয়ে প্রসঙ্গ না। বরং আপনি ছেলে হন কিংবা মেয়ে, কেউ আপনার প্রপোজ একবার বা বারবার রিজেক্ট করতেই পারে। অবশ্য এটার নানাদিক বা কারণ ও রয়েছে। অথবা তার পছন্দ অপছন্দ একটু ভিন্নমাত্রায় হতে পারে। এবং প্রত্যেকটি ছেলে এবং মেয়ে যেই হোক না কেন তার বিপরীত পাশের ভালোবাসার মানুষটিকে নিজের পছন্দ-অপছন্দের সাথে মিলে যায় এমন কাউকে সে খুঁজে।
তবে তার মানে এই নয় যে, আপনি তাকে প্রপোজ করতে থাকবেন। আর দুনিয়া উল্টে গিয়ে থাকলেও সে আপনার প্রপোজ গ্রহণ করবে না। অর্থাৎ সে কখনোই রাজি হবে না বা আপনার কথাতে সে পটবে না। এরকমটা নয়!
কারণ আমাদেরই পৃথিবীতে এমন অনেক ঘটনায় ঘটেছে যে, দেখবেন আজ যেই মানুষটিকে আপনার মোটেও ভালো লাগে না। সময়ের স্রোতের ব্যবধানে কাল সেই মানুষটির ভালো কোন আচরণ আপনার চোখে পড়লে তাকে আপনার ভালো লাগতে শুরু করবে। আর এটাই স্বাভাবিক। তাই কেউ আপনার প্রাপোজে রাজি না হলে মোটেও হাল ছাড়বেন না। অর্থাৎ সিরিয়াল থেকে কেটে পড়বেন না।
বরং সে ক্ষেত্রে আমার পক্ষ থেকে আপনার প্রেম করার টিপস হল তার সঙ্গে আরও বেশি সুসম্পর্ক গড়তে চেষ্টা চালিয়ে যান। এবং প্রতিনিয়ত আপনার ভালবাসাগুলো নানাভাবে তাকে প্রকাশ করতে থাকবেন। এক্ষেত্রে ৯৫% সম্ভাবনা রয়েছে যে, একদিন না একদিন আপনার প্রতি তার ভালো লাগার সৃষ্টি হবেই। আর সেটা কম হোক বা বেশি।
প্রেম করার গোপন টিপস
প্রেম করার টিপস নাম্বার ৪ঃ
কাউকে আপনার ভালো লেগে গেলে, যদি তার সঙ্গে রিলেশন করতে চাচ্ছেন। কিন্তু শুনলেন যে সে অন্য কারো সাথে রিলেশন করে তখন সঙ্গে সঙ্গে আপনার সকল এনার্জি শেষ হয়ে যেতে পারে। এবং আপনি তাকে পটানোর কথা আর স্বপ্নেও কল্পনা করেন না। কেন রে ভাই?
কেউ রিলেশন করতেছে তার মানে এই নয় যে তাকে আর কেউ পটাতে পারবে না। বা সে একটা রিলেশনে থাকা অবস্থায় অন্য কারো সাথে সম্পর্কে জড়াবে না। কাউকে যদি আপনার মন থেকে একদম সেই ভাবে ভালো লেগে যায়। তাহলে সে অন্য কারো সাথে রিলেশনে আছে কিনা এগুলো নিয়ে মোটেও ভাবার সময় থাকা উচিত নয় আপনার জন্য।
কিভাবে মেয়েদের impress করা যায়
এক্ষেত্রে আপনি আপনার মত করে তার প্রতি চেষ্টা চালিয়ে যাবেন। সে যার সাথে রিলেশনে আছে তার চেয়ে আপনার পারফরম্যান্স ভালো হলে, আপনার ভালোবাসার জোর বেশি হলে। এমনিতেই সে আপনার উপর দুর্বল হয়ে যাবে। বা ধীরে ধীরে আপনার সাথে রিলেশনে জড়িয়ে যাবে।কারণ বর্তমান সময়ে প্রেম ভালবাসাগুলো আগেকার যুগের মত অনেক শক্তিশালী হয় না, বরং কিছু কিছু মেয়ে ভালো থাকলেও অধিকাংশদের ক্ষেত্রে যেটা হয় যে সে যদি আপনার চাইতে আরো বেটার কাউকে পেয়ে যায় বা আপনার চাইতে উত্তম কারো খোঁজ সেটায়। তাহলে সে আপনার পুরনো সেই অতীত স্মৃতি কথা এবং ভালোবাসার কথা ভুলে গিয়ে তার প্রেমে পড়বে। হ্যাঁরে ভাই এটাই বাস্তবতা!
যাকে পছন্দ হবে তার সাথেই রিলেশন করতে পারবেন

প্রেম করার টিপস নাম্বার ৫ঃ
আপনার আশেপাশে এমন অনেক ছেলেকেই দেখবেন, যার চেহারা সুরত মোটেই ভালো নয়। কিন্তু অবাক হওয়ার বিষয় সে মেয়ে পটানোতে অনেক ওস্তাদ। সে যেখানেই যায় কোন না কোন মেয়েকে তার ভালো লাগলে কেমনে জানি চট করে পটিয়ে ফেলে। যদিও এটা তার অনেক বাজে স্বভাব।
কিন্তু বিষয়টা যদি হয় প্রপোজ করার ক্ষেত্রে,তাহলে আপনি কি চিন্তা করেছেন আপনার এবং তার মাঝে পার্থক্যটা কি। আমি তো বলব কনফিডেন্সের। অর্থাৎ আপনার নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস নেই। খেয়াল করে দেখবেন, যখন তার একটি মেয়েকে ভালো লাগে তখন সে কনফার্ম থাকে যে, যেভাবেই হোক তার পছন্দের মেয়েটিকে সে কোন না কোন ভাবে অবশ্যই পটিয়ে ফেলবে।
আর যে কাউকে পটানোর জন্য জাস্ট এই ছোট্ট ভাবনাটুকুই যথেষ্ট। অর্থাৎ নিজের উপর নিজের এই আত্মবিশ্বাস টাই অনেক গুরুত্বপূর্ণ। কনফিডেন্স বলে তো পৃথিবীতে একটা বিষয় রয়েছে, তাই না? অর্থাৎ নিজের প্রতি নিজের মনোবল ঠিক রাখবেন।
সিদ্ধান্ত নিবেন যে, যে করেই হোক আপনি আপনার পছন্দের মানুষটিকে পটিয়ে ছাড়বেন। ব্যস! তাহলে আমি বলতে পারি আপনার শুধুমাত্র এই ভাবনাটির জন্যই, সফল হওয়ার সম্ভাবনা 95 শতাংশ বেড়ে যাবে।
ফেসবুকে প্রেম করার টিপস
আর্টিকেলটির শুরুতেই টাইটেল দিয়েছি সেরা ৫ টি প্রেম করার টিপস।অর্থাৎ উপরের টেকনিক গুলো যদি আপনি বরাবরের মতো ফলো করতে পারেন। তাহলে যাকে আপনার পছন্দ হবে, সে পছন্দের মানুষটির সাথে রিলেশন করতে পারবেন। আর আমি আশা করি উপরে উল্লেখিত পাঁচটি কৌশল মেনে চললে, আপনার প্রেম করার আশাটা অন্তত পূরণ হবে। আর এই টেকনিকগুলো কাজে লাগিয়ে, আপনি ফেসবুকেও যেকোন মেয়ের সাথে প্রেম । এবং ফেসবুকের মাধ্যমে যেকাউকে পটাতে পারবেন।
তবে আপনাকেও বুঝতে হবে – আপনি শুধু শুধু একজনকে পছন্দ করে বসে আছেন। অথচ তার লেভেলের সাথে আপনার লেভেলটা কিছুতেই যায় না। অর্থাৎ সে পাঁচ তলা ফ্লাটে আর আপনি থাকেন তার পাশের চালের ঘরে বাস করেন।বলতে পারেন বিদেশি খেজুরের সাথে বাংলাদেশী শুকনা খেজুর! তাহলে তো মামা কাজ হবে না।
পরিশেষে,
সুতরাং আপনি যাকে প্রপোজ করতে চাইছেন, সে কাশ্মীরে আঙ্গুর তো আপনি বাংলাদেশী খেজুর হয়ে থাকলে। যদিও সে ভালোবাসা অনেক সময় অন্ধ হয়, আর যে মেয়ে এত সুন্দর! তাহলে আপনি তার সাথে রিলেশন করার কথা স্বপ্নেও ভাববেন না।
হয়তোবা অনেক সময় এমনটা হতে পারে যে, দেখবেন সেই মেয়েও এমন এক টোকাইয়ের সাথে রিলেশন করে বসে আছে। যাকে দেখলে আপনার মনে হবেঃ এই ফকিন্নির হাতে আইফোন কি করে আসলো? বাট মামা সবার কপালে তো আর লটারি লাগে না! তো আর্টিকেলটির শেষ পর্যন্ত এসেছেন মানে হচ্ছে আপনার আমার লেখাটাকে পছন্দ হয়েছে। অর্থাৎ ভালো লেগেছে।
তাই উপরে উল্লেখিত সেরা ৫ টি প্রেম করা টিপস এর লেখাটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং কমেন্ট করে আপনার ভালোবাসার মানুষের কথা আমাদেরকে জানান। ধন্যবাদ।