সেরা ৮টি ভালোবাসার টিপস Valobashar Tips মেয়ে পটানোর সহজ উপায় জেনে নিন
স্কুলে প্রেম কলেজে প্রেম ফেসবুকের প্রেম হোয়াটসঅ্যাপে প্রেম। যেখানেই দেখি চারিদিকে শুধু প্রেম আর ভালোবাসার টিপস। যত বেশি ভালোবাসা তার সঙ্গে পাল্লা দিয়ে ব্রেকআপ, ডিভোর্স তো লেগেই আছে।
মেয়েদের ভালোবাসার টিপস
তো চিন্তার কোন কারণ নেই বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছে। এমন আটটি ভালোবাসার টিপস যা আপনার ভালোবাসা সারা জীবন টিকিয়ে রাখতে আপনাকে প্রচুর সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা আপনারা কি ঠিকই শুনেছেন মাত্র আটটি ছোট্ট টিপস আপনার ভালোবাসা টিকিয়ে রাখার জন্য যথেষ্ট।
তবে অবশ্যই যদি আপনারা চান কিংবা আপনার জীবনে এপ্লাই না করেন তাহলে সেটা সম্পূর্ণই আপনার রেসপনসিবিলিটি। কারণ প্রেম তো আপনি করছেন ভাই।
পছন্দের মেয়েকে ভালোবাসার টিপস
আজ হয়তো তুমিও সিঙ্গেল কিন্তু আজ বাদে কাল হয়ে যাবে মিঙ্গে্ তো চলুন আর কোন কথা না বাড়িয়ে আজকের ফিচারটি শুরু করা যাক।
ভালোবাসার টিপস নাম্বারঃ ০১
যেটুকু ভালবাসার প্রয়োজন তাকে সেটুকুই ভালোবাসা দিন। ভালোবাসা আমাদের জীবনকে সুন্দর করে তোলে। একটা সুন্দর অনুভূতি সৃষ্টি করে কিন্তু এই ফিলিংস হবে সেটা ঠিক না। ঠিক যেমন ওষুধ আমাদের রোগ সারানোর জন্য প্রয়োজন।
কিন্তু অতিরিক্ত মেডিসিন আমাদের মৃত্যুর কারণ হতে পারে অর্থাৎ পরকিয়ার করুন তার উপর দায়িত্বশীল থাকুন। কিন্তু অত্যধিক কেয়ার গুলো একদম দরকার নেই। যেমন অনেকেই সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে: সোনা তুমি খেয়েছো, বাবু তুমি স্নান করেছো, এখন কি করছো সোনা, ফোন ধরছো না কেন জানো? আমি কত টেনশনে ছিলাম তোমার জন্য!
মেয়েদের ইমোশনাল করার উপায়
এগুলো কি হচ্ছে ভাই? আমি মানছি যে তার খোঁজ রাখা টা ভালো কিন্তু প্রত্যেকেই নিজের নিজের আলাদা একটা মাইন্ডসেট রয়েছে আপনাকে যদি সারাক্ষণ বল মাথা ধরা পড়ে। আর আপনার সব কাজের কথা অন্য একজনকে বারবার আপনার খুলে বলতে হয়। তাহলে আপনি কি একটা সময় বিরক্ত বোধ করবেন না। সবকিছুর মতো ভালোবাসা কেয়ার করা এ সবকিছুর একটা লিমিট রয়েছে। আর বারবার এমন ভাবে যদি আপনি তার খোঁজ নিতে থাকেন। তাহলে হয়তো সব ভাবতেই পারে যে আপনি আমাকে বিশ্বাসই করেন না।
কিংবা হয়তো আপনি তাকে কোনো কারণে সন্দেহ করছেন। আর এছাড়াও আপনি যদি আপনার সঙ্গীর কাছে এতটাই সহজলভ্য হয়ে যান যেঃ সবসময় তার পেছনে পড়ে থাকেন। তাহলে তার মনে আপনার জন্য একটা আলাদা ফিলিংস তৈরি হবে না। তার বদলে আপনাকে একটু ইরিটেটিং মানুষ মনে করো।
তাই নিজের জীবনের দিকে বেশি নজর দিন। আর শুধু ততটুকু সময় ভালোবাসার জন্য যতটুকু সময় সত্যিই আপনাদের প্রয়োজন।
ভালোবাসার টিপস নাম্বারঃ ০২
দ্য আর্ট অফ সরি! স্যরি সরি বলাটা আবার কিসের আওয়াজ? মি দা টপ সরি!
স্যরি সরি বলাটা আবার কিসের হ্যা? প্রিয় বন্ধু! ঠিকই শুনেছেন সরি বলাটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটি। যদি আপনি একবার শিখে ফেলেন, ধরে নিন যে আপনার ভালোবাসার মানুষটির সারাজীবন আপনার পাশেই থাকবে।
বন্ধুরা আমরা বাঙালিরা এতটাই বেশি ইমোশনাল ছোটখাটো বিষয় গুলি তো আমাদের মনে আঘাত দিয়ে দেয়। আর আমাদের এই ইমোশান তার জন্যই ততটা বেশি গভীর! যাকে আমরা যত বেশি ভালোবাসি। বাজা কি আমরা নিজেদের খুব বেশি ক্লোজ ভাবি।
মেয়েদের মন জয় করার টিপস
অচেনা বাইরের মানুষের কথা তো আমাদের কোন গায়ে লাগে না। কিন্তু যদি আমাদের খুব কাছের কেউ যেমন আমাদের ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আর সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন এমন কিছু বলে বা এমন কিছু করে অর্থাৎ আমাদের মনে আঘাত দেয় তখন আমরা সেটা কিছুতেই সহজভাবে নিতে পারি না।
আমরা এরকমটা ভাবি যে ও তো আমার এত কাছের তাও আমার সঙ্গে এমন টা কিভাবে করতে পারলো। আরে ভাই আপনার এটা বুঝতে হবে যে আপনি আসছে আলাদা দুটি মানুষ দুজনের মাইন সম্পূর্ণ আলাদা। তাহলে একজন আরেকজনের মনের ভাবনা কিভাবে দেখবেন?
কিভাবে বুঝবেন একবার ভাবুন তো! আপনি কি তার মনের ভাবনা দেখতে পারেন? যদি আপনি দেখতে পেতেন তো আপনার এই ভালোবাসার টিপস ফিচার লেখাটি পড়ার কোনো প্রয়োজনই পড়তো না।
ভালোবাসার সম্পর্ক গড়ার টিপস
তাহলে যখন আপনিও মানুষ আর সেও মানুষ। তো আপনি যদি তার মনের কথা না শুনতে পান কিংবা তার মন না বুঝতে পারে।ন তাহলে কি ভাই তার কোন স্পেশাল শক্তি রয়েছে আপনার মন বুঝতে পারবে!
তো এবার ফিরে আসা যাক আসল টপিকের দিকেঃ আমরা সঙ্গীর ওপর অভিমান হলেই তার থেকে একটা ছোট্ট সরি কথাটা শুনতে চাই। কিন্তু এখানেও সমস্যা এটাই যে দুজনের মধ্যে ঝামেলা হলে দুজনেই ভাবে যে, আমি ওকে স্যরি বলবো না ও আমাকে সরি বলবে! দুজনের মধ্যেই তখনই অত্যধিক ভালবাসার জন্ম নেয়;
আর আমি এটাও জানি যে ভালোবাসার অহংকার চলে এলো, সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয়না। আর ঠিক এই কারণেই অনেক ভালোবাসা শেষ হয়ে যায়। তো আমি আপনাদেরকে এটা বলতে চাই যে কোন রকম ঝামেলার পর আপনি তাকে আগে সরি বলুন। এমনকি যদি দশটার হয়ে থাকে, তবু ভালোবাসাটুকু স্যাক্রিফাইস তবে নিশ্চয়ই করতে পারেন।
আর যদি এডুকেশন পেত না করতে পারেন তাহলে আপনার পক্ষে কাউকে না ভালোবাসা টাই বেটার!
ভালোবাসার টিপস নাম্বারঃ ০৩
অনেকের ভালোবাসা নষ্ট হয়ে যাওয়ার একটা সবথেকে বড় কারণ হল যথেষ্ট টাইম না দিতে পারা। আমি এখানে আপনাকে বলছি না যে আপনার কাজ বাজ এবং সারাদিনের অন্যান্য অ্যাক্টিভিটি গুলি ফেলে আপনি তার সঙ্গে কাটান।
বরং দিনরাত ধরুন আড্ডা দিন, মজা করুন ইত্যাদি।আমি শুধু আপনাদেরকে এখানে এটাই বলতে চাই যে আপনার রিলেশন এবং পরস্পরের নিয়ে পরস্পরের প্রয়োজন অনুযায়ী পরস্পরের সঙ্গে যথেষ্ট টাইম স্পেন্ট করুন। একে অপরকে সময় দিন।
তার সঙ্গে অবশ্যই সামনাসামনি প্রচুর কথা বলুন। আপনার পছন্দ অপছন্দ তার সঙ্গে ডিটেইলস শেয়ার করুন। আপনার জীবনের ইচ্ছা কি? আপনার ড্রিম, ফিউচার প্লান এসব নিয়ে তার সঙ্গে আগে থেকেই কথা বলুন।
মেয়েদের মন বোঝার সহজ উপায়
আর অবশ্যই তার পছন্দ-অপছন্দ তার লাইফটা ড্রিম তার ফিউচার প্লান সম্পর্কে জিজ্ঞাসা করুন। এর ফলে আপনাদের মধ্যে আর যাই হোক পছন্দ-অপছন্দ নিয়ে হয়তো কখনোই কোনো দ্বন্দ্ব থাকবে না।
আপনাদের মধ্যে একটা ছোটখাট ভুল বোঝাবুঝি গুলো শেষ হয়ে যাবে একে অপরের উপর খুব ক্লোজ হয়ে উঠবেন। এবং আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। যার ফলে সম্পর্ক ভেঙে যাওয়া তো দূরের কথা এ-বিষয়ে আপনাকে আর কখনো ভাবতেও হবেনা। তো বন্ধুরা এই ছেলেটি সহজ কার্যকরী সলিউশন আপনাদের ভালোবাসা সবসময় মজবুত থেকে আরও মজবুত করতে থাকবেন।
যাকে পটাতে চান তাকে এই কথাগুলো বলুন আর ম্যাজিক দেখুন
আসলে যারা মজার মজার কথা বলতে পারে্ খুব সুন্দর করে কারো প্রশংসা করতে পারে। সুন্দর মিষ্টি করে কথা বলতে পারে। তারা খুব সহজেই যে কাউকে মুহুর্তের মাঝে পটিয়ে ফেলতে পারে। কি সঠিক বললাম? অবশ্যই হ্যাঁ তাই আমি আপনাদেরকে এমনই সেরা ভালোবাসার টিপস শেখাবো! যেগুলো আপনি যে কাউকে বললে সে এতটা মজা পাবে এবং আপনার উপর এতটা খুশি হয়ে যাবে যে সে মুহূর্তের মাঝে আপনার প্রেমে পড়ে যেতে পারে।
ভালোবাসার টিপস নাম্বারঃ ০৪
আপনি কাকে পটাতে চান তার সাথে যদি আপনার বন্ধু সম্পর্ক থাকে। তাহলে তার সাথে যখন আপনার দেখা হবে তখন আপনি হাতে টাকা নিয়ে তার দিকে এগিয়ে ধরে তাকে মজা করে পারেন। বলবেন গাড়ি ভাড়া নাও।
এটা শুনে সে অবাক হয়ে জিজ্ঞেস করবে। কিসের গাড়ি ভাড়া? তখন আপনি বলবেন বেশ কিছুদিন থেকে তুমি আর আমার স্বপ্নে আসো না। ভাবলাম তোমার কাছে হয়তো গাড়ি ভাড়ার টাকা নাই! তাই ভাবলাম টাকাটা আমি দিয়ে দেই। এটা শোনার পর সে অনেক মজা পাবে।
এবং সে আপনার ওপর অনেক খুশি হয়ে যাবে কারণ আপনি তাকে বোঝান যে আপনাকে স্বপ্ন দেখেন আর এটা যে কেউ শুনলে খুশি হবে। এবং তুলনামূলক আপনার প্রেমে মশগুল হতে শুরু করবে।
ভালোবাসার টিপস নাম্বারঃ ০৫
আপনার সাথে যখন তার কথা হবে। তখন আপনি তাকে মজা করে বলতে পারেনঃ একটা কথা ভেবে খুব টেনশন হচ্ছে! তো এটা শুনে সে কৌতুহলী হয়ে অবশ্যই জিজ্ঞেস করবে কি? তখন আপনি বলবেন লোকে বলে কারো নাম নিলে নাকি তার এস কে ওঠে।
তো আমি দিনে যতবার তোমার নাম নেই ততবার যদি তোমার হেঁচকি উঠে। তাহলে তো তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। এটা ভেবে খুব টেনশন হচ্ছে এই কথা শুনে সে নিশ্চয়ই অনেক মজা পাবে। এতে কোন সন্দেহ নেই!
আপনাকে কৌশলে এটাও বলেন যে আপনি তার কথা সারাক্ষণ ভাবেন। তো এমন কথা শুনলে যে কেউ ইমপ্রেস হয়ে যেতে পারে। তাকে নিয়ে আরও দুইটি কথা আছে আপনি চাইলে এগুলো বলতে পারেনঃ যেমন আপনাকে বলতে পারেন আমি যে তোমাকে সারাক্ষণ মনে করি তো তোমার হেঁচকি ওঠে না অথবা এটাও বলতে পারেন যদি কখনো তোমার হেঁচকি ওঠে তো ভেবে নিও অন্য কেউ না আমি তোমার নাম নিয়েছে।
ভালোবাসার টিপস নাম্বারঃ ০৬
যার সাথে আপনার নিয়মিত কথা হয় বা চ্যাটিং হয়। এমন কাউকে যদি আপনি পটাতে চান তাহলে তাকে মজা করে বলতে পারেন: আচ্ছা তোমার মাঝে কি ভিটামিন আছে। এটা শুনে অবাক হয়ে বলতে পারে মানে কেন? তখন আপনি বলবেন তোমার সাথে কথা না বললে কেন মানে দুর্বল দুর্বল লাগে।
ভালোবাসার থেরাপী
তাই বললাম এমন মজার কথা শুনলে কি মজা পাবে না? বলুন! আর আমার রোমান্টিক কথা মুহূর্তের মাঝে যে কারো মন গলে যেতে পারে।
ভালোবাসার টিপস নাম্বারঃ ০৭
আপনি যে মেয়েকে অনেকটাই পটিয়ে ফেলেছেন এখন হয়তো শুধু প্রপোজ করার বাকি। এমন পরিস্থিতিতে আপনি মেয়েটিকে মজা করে বলতে পারেনঃ তুমি ফেয়ার ইন লাভ ইউ ইউজ করো?
তো এটা শুনে যে কোন মেয়ে হাসবে এবং সে আপনার কথার ভুল ধরবে। যেমন সে বলতে পারে আরে ফ্রেন্ড লাভ ইউ না ফেয়ার এন্ড লাভলী হবে। তখন আপনি বলবেন শুধু ফেয়ার টাই দেখলে? শেষে যে লাভ ইউ বলেছি; সেটা দেখলে না?
আপনার এই কথাটা শুনলে মেয়েটির আর বুঝতে বাকি থাকবে না যে আপনি আসলে তাকে কৌশলে প্রপোজ করে ফেলেছেন! এমন ব্যতিক্রম ধর্মী ভালোবাসর টেকনিক অবলম্বন করলে, আপনার প্রেমে যেকোন মেয়ে পটে যেতে পারে।
ভালোবাসার টিপস নাম্বারঃ ০৮
এটি শুধু আপনার জন্য আপনাকে বলতেছি শুনুন। আচ্ছা আপনাকে কি জাদু আছে বলেন তো আপনার লাইক পেলে আমার মুখে হাসি চলে আসে কেন? আড়ালে এক কাপ রঙ চা খেলে, ওকে এতটা তাজা ফিল করিনা। আপনার কমেন্ট পেলে যতটা তাদের ফিল করি।
তো এ ধরনের কথা বললে, কোন মেয়ে আপনার প্রেমে হাবুডুবু খাবে। উপরে উল্লেখিত আটটি ভালোবাসার টিপস এর মধ্য থেকে সবগুলো যদি আপনি ফলো করেন, তাহলে হয়তো আপনার জীবনে আর প্রেমে পড়া হবেনা। চেষ্টা করবেন নির্দিষ্ট কয়েকটি টিপস ফলো করার জন্য।
ভালোবাসার টিপস ও টেকনিকঃ সম্পর্কে শেষ কথা
যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল লাইফে পদার্পণ করার জন্য আজ থেকেই উপরের উল্লেখিত সেরা 8 টি ভালোবাসার টিপস ফলো করুন। যদি প্রেম ভালোবাসা নিয়ে আপনার কোন একান্ত প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন। আপনার মতামত কিংবা চিন্তা ধারা ও ব্যক্তিত্ব ভাবনা প্রকাশ করতে নিয়মিত আমাদের সাথেই থাকুন।